সামসী: এক সৎ বাবার লালসার শিকার আট বছরের নাবালিকা কন্যা (Minor woman rape case)। শুক্রবার রাতে এহেন পাশবিক ও নিন্দনীয় ঘটনাটি ঘটেছে সামসীতে (Samsi)। যদিও নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই ধর্ষক সৎ বাবাকে গ্রেপ্তার করেছে সামসী ফাঁড়ির পুলিশ (Step father arrested)। এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই অভিযুক্ত গত এক বছর ধরে সামসীতে এক বাড়িতে ভাড়া থাকত। সঙ্গে থাকতেন অভিযুক্তের স্ত্রী ও স্ত্রীর আগের পক্ষের আট বছর বয়সি মেয়েও। আরও জানা গিয়েছে যে, অভিযুক্তের স্ত্রীর আগের পক্ষে চার সন্তান রয়েছে। কিন্তু তিন সন্তানকে ফেলে ছোট কন্যাসন্তানকে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে এসে সামসীতে ভাড়াবাড়িতে থাকছিলেন তিনি।
শুক্রবার অভিযুক্ত ব্যক্তি সারাদিন বাইরে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে। এরপর স্ত্রী ঘুমিয়ে গেলে আট বছরের সৎমেয়েকে ধর্ষন করে বলে অভিযোগ। ঘটনার সমস্ত বিবরণ জানিয়ে শুক্রবার রাতে স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা তথা অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। এরপরই অভিযোগের ভিত্তিতে ভাড়াবাড়ি থেকে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সামসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তথা এসআই রামচন্দ্র সাহা জানান, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।