সামসী: প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা। ঘটনায় ব্যাপক শোরগোল চাঁচল-২ ব্লকের একটি গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানের নাবালিকা পুলিশের (Police) হেপাজতে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁচল-২ ব্লকের (Chanchal) এক দিনমজুর পরিবারের মেয়ে বছর ১৪ বছর এই নাবালিকা। বর্তমানে সে অষ্টম শ্রেণিতে পড়ে। গ্রামেরই এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্রেই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন অভিযুক্ত যুবক। এরফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে দু’মাসের অন্তঃসত্ত্বা।
নাবালিকার বাবার অভিযোগ, ‘গত মঙ্গলবার মেয়ের কাছে সমস্ত বিষয় জানার পর অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সবটা জানাই। কিন্তু পুরো বিষয়টি তারা স্বীকার করেন। একপ্রকার বাধ্য হয়েই সুবিচারের আশায় বিষয়টিকে সামনে আনতে বাধ্য হই। এমনকি অভিযুক্ত যুবকের পরিবারকে আলোচনায় বসার জন্য অনুরোধ করা হলেও যুবকের বাবা,মা ও নানা কোনওরকম আলোচনায় বসতে চাননি। ছেলের পরিবারের পক্ষ থেকে সমস্ত ঘটনা অস্বীকার করার পাশাপাশি নাবালিকার সঙ্গে বিয়ে দিতেও তারা নারাজ।’
অবশেষে সুবিচারের দাবিতে বৃহস্পতিবার চাঁচল থানার দ্বারস্থ হন নাবালিকার বাবা। ঘটনায় মূল অভিযুক্ত যুবক ও তার বাবা,মা ও দাদুর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি। নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে।