Samik Bhattacharya | শমীককে ‘হাফ ম্যাড’ বললেন দলেরই সাংসদ, অস্বস্তিতে বিজেপি

Samik Bhattacharya | শমীককে ‘হাফ ম্যাড’ বললেন দলেরই সাংসদ, অস্বস্তিতে বিজেপি

ভিডিও/VIDEO
Spread the love


কালিয়াগঞ্জ: বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) ‘হাফ ম্যাড’ (অর্ধোন্মাদ) বলে আক্রমণ করলেন বিজেপিরই রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এদিন পৃথক রাজ্যের প্রশ্নে শমীক ভট্টাচার্যকে এই তকমা দেন অনন্ত।

শুক্রবার বিকালে কালিয়াগঞ্জের বরুণা অঞ্চলের গোয়ালগাঁও ময়দানে সভা করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শমীক ভট্টাচার্যের নতুন সভাপতি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ওনার সঙ্গে কথা হয়েছে, উনি ‘হাফ ম্যাড’। অনন্ত মহারাজের দাবি, যারা পৃথক রাজ্যের দাবিতে কথা বলেন তাঁদের উনি ঘুরিয়ে অসুস্থ বলে মন্তব্য করেছেন। শমীক ভট্টাচার্যকে ‘বুরবাক’ ( বোকা ) বলেও আক্রমণ করেন অনন্ত। একই সঙ্গে অনন্ত মহারাজ জানান, আগামী বিধানসভা ভোটে বাংলায় পরিবর্তনের সম্ভাবনা নেই। দলেরই সাংসদের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। কেউ এনিয়ে মুখ খুলতে না চাইলেও অনন্ত মহারাজের অবস্থান যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে তা স্বীকার করে নিচ্ছে দলের অনেক নেতাই।

এদিন ফের একবার উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গ তোলেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গে এইমস ইস্যুতে তিনি বলেন, ‘কেন্দ্র বা রাজ্য কেউ উত্তরবঙ্গের জন্য কিছু করেনি।’ তিনি উত্তরবঙ্গের জন্য সংসদে আওয়াজ তুলেছেন বলেও দাবি করেন অনন্ত মহারাজ (Ananta Maharaj)।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সম্পর্ক ভাল নয়। গত লোকসভা নির্বাচনের আগে প্রার্থী চয়ন প্রসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কার্যত ঘরে বসে ছিলেন অনন্ত। বিজেপির রাজ্য নেতারা তাঁকে গুরুত্ব দেননা বলেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক মহলে কানাঘুষো ছিল দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামতে অনুগামীদের নিষেধও করেছিলেন এই নেতা। ফলে কোচবিহার আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপর দলের সঙ্গে আরও দুরত্ব বাড়ে অনন্তর। বরং এরই মধ্যে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তবে এখন কার্যত নিজের মতো করেই চলছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *