উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বারবার প্রাণনাশের হুমকি, বাড়িতে অজ্ঞাতপরিচয়ের আগমন। এসবের মাঝেই নিরাপত্তায় জোর দিলেন সলমন খান (Salman Khan)। ৩ কোটিরও বেশি দামের বুলেটপ্রুফ গাড়ি কিনলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউডের ভাইজান। একাধিকবার প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। গত বছর এপ্রিলে দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁর বাড়ির সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। যদিও পরে বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়।
গত বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে প্রাণনাশের হুমকি পান সলমন। সলমনের নিরাপত্তায় বাড়িয়ে ওয়াই প্লাস ক্যাটিগরি করে দেওয়া হয়। সলমনের বান্দ্রার বাড়িতেও উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এবারও নিরাপত্তার স্বার্থেই অভিনেতা এমন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলে মনে করা হচ্ছে। যদিও একাধিক বুলেটপ্রুফ গাড়ি (Bulletproof Automotive) রয়েছে তাঁর।