উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ (Saiyaara) ছবিটি বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। এখনও পর্যন্ত এই ছবির বক্স অফিস কালেকশন ২৬৬ কোটি টাকা, যা বিশ্বব্যাপী ছাড়িয়েছে ৪০০ কোটি। আহান পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত ছবিটি ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে আমির-শাহরুখের হিট ছবির ব্যবসাকেও।
শাহরুখের ছবি ‘ডাঙ্কি’ বক্স অফিসে (Field Workplace) ব্যবসা করেছিল ২২৭ কোটি। অজয় দেবগণের ছবি সিঙ্ঘম এগেইন বক্স অফিসে ব্যবসা করেছিল ২৪৭.৮৬ কোটি। আমিরের সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬৪ কোটি টাকা। এসব ছবির রেকর্ড ভেঙেছে ‘সাইয়ারা’।
‘সাইয়ারা’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার অভিনয়ে মুগ্ধ দর্শক। প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন দু’জন। ছবির গানগুলিও মন জয় করেছে দর্শকদের। বিশেষ করে বর্তমান প্রজন্মের এই ছবি দারুণ লেগেছে। এই ছবির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো কথা বলায় নয়, বরং নীরবতায়। বিশুদ্ধ এই আবেগই ‘সাইয়ারা’র চালনাশক্তি।