উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার রক্তাক্ত সাঁইথিয়া (Sainthia)। খুন হলেন সাঁইথিয়ার শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি (TMC Chief Homicide) পীযূষ ঘোষ। অভিযোগ, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। রবিবার ভোর ৪টে নাগাদ রাস্তা থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ।
সূত্রের খবর, রাত ১২টা নাগাদ একটি ফোন আসে পীযূষের কাছে। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ি থেকে ঠিক এক কিলোমিটার দূরেই খুন করা হয়েছে তাঁকে। অভিযোগ, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তৃণমূল নেতার মাথার পেছনে গুলি করা হয়। সেই গুলি মাথা ফুঁড়ে সামনে দিয়ে বেরিয়ে যায়। এরপর ভোরে রাস্তা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশেই রাখা ছিল তাঁর বাইক। খবর জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পরিবারের লোকজন মিলে পীযূষের দেহ উদ্ধার করে নিয়ে যায় বোলপুর মহকুমা হাসপাতালে। খবর দেওয়া হয় সাঁইথিয়া থানার পুলিশকেও। তৃণমূল নেতার পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে তাঁকে।
এদিকে, পুলিশের অনুমান, খুব কাছ থেকেই মাথার পেছনে গুলি করা হয়েছে তৃণমূল নেতাকে। কোনও পরিচিতই এই কাজের সঙ্গে জড়িত বলে সন্দেহ। ইতিমধ্যেই ২ মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক উদ্দেশ্যই নাকি ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যার কারণে তৃণমূল নেতাকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।