উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার (Attacker arrested) করল মুম্বই পুলিশ। রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে (Thane) থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি প্রথমে নিজের নাম বিজয় দাস বলেছিল। পরে জানায় তার নাম মহম্মদ আলিয়ান।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত থানের একটি পাবে কাজ করে। তাকে থানের একটি মেট্রো নির্মাণস্থলের পাশে থাকা শ্রম শিবির থেকে গ্রেপ্তার করা হয়েছে। যা সইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। তল্লাশি অভিযানে যুক্ত মুম্বই পুলিশের ডিসিপি পদ মর্যাদার এক আধিকারিক জানিয়েছেন, থানে এলাকা থেকে একটি ঝোপের গভীরে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিযুক্তকে। জানা যাচ্ছে, অভিযুক্ত একাধিক নাম ব্যবহার করে। তার সঠিক পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর অভিযুক্তকে বান্দ্রায় নিয়ে এসেছে মুম্বই পুলিশ। রবিবার তাকে পুলিশ রিমান্ডের জন্য আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে ছুরিকাহত হন সইফ। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এদিকে গত বৃহস্পতিবারই সইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তির মুখ ধরা পড়ে। তারপর সেই ছবির পোস্টার মুম্বই সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই হামলাকারীর খোঁজে দল গঠন করেছিল মুম্বই পুলিশ। এমনকি শনিবারও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আরও একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।