উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটচুরির অভিযোগ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এসওয়াই কুরেশি(S.Y.Quraishi)। রবিবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাহুল গান্ধি যে অভিযোগগুলি তুলেছেন, সেগুলি নিয়ে চিৎকার না করে নির্বাচন কমিশনের উচিত তদন্তের নির্দেশ দেওয়া। সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধির বিরুদ্ধে যে ধরনের ভাষা দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার প্রয়োগ করেছিলেন, তাকে আপত্তিকর বলেও আখ্যা দিয়েছেন কুরেশি।
এর আগেও কুরেশি রাহুলের ভোটচুরির অভিযোগের সমর্থনে মুখ খুলেছিলেন। শুধু তিনি একা নন, আরও এক প্রাক্তন সিইসি ওপি রাওয়াত এবং প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা সম্প্রতি একটি আলোচনাসভায় দাবি করেছিলেন, ভোটচুরি নিয়ে অভিযোগের জবাবে জ্ঞানেশ কুমার যেভাবে রাহুল গান্ধির কাছে হলফনামা নয়তো প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিলেন, তা জনমানসে বিরূপ প্রভাব ফেলেছে। কুরেশি সেই সময় বলেছিলেন, ‘জ্ঞানেশ কুমারের বাচনভঙ্গি অহেতুক আগ্রাসী হয়ে উঠেছিল। ভুলে যাবেন না রাহুল গান্ধি বিরোধী দলনেতা। উনি শুধু নিজের মতামত তুলে ধরেননি, কোটি কোটি মানুষের মতামতও তুলে ধরেছিলেন।’ রাহুল ইদানীং দাবি করছেন, ভোটচুরির অভিযোগ নিয়ে এবার যে তথ্যপ্রমাণ তিনি তুলে ধরবেন, সেটা হবে হাইড্রোজেন বোমা। যা বিজেপির পক্ষে সহ্য করা কঠিন।
এর জবাবে কুরেশি বলেন, ‘বিহারে যেভাবে এসআইআর করা হয়েছে তা শুধু প্যান্ডোরার বাক্স খুলে দেয়নি বরং ভিমরুলের চাকে আঘাত করেছে। যা কমিশনকেও আহত করবে। আমি যখন কমিশনের সমালোচনা শুনি তখন শুধু ভারতের নাগরিক হিসেবে নয়, প্রাক্তন সিইসি(S.Y.Quraishi) হিসেবেও আমার খারাপ লাগে।’ ভোটার তালিকায় নাম তোলার জন্য এপিক কার্ড অন্তর্ভুক্ত না করা নিয়েও আপত্তি রয়েছে কুরেশির। তাঁর মতে, নির্বাচন কমিশনই এপিক দেয়। তাকে স্বীকৃতি না দেওয়ায় বড়সড়ো প্রভাব পড়তে পারে।