S Jaishankar | ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়, আপোষহীন অবস্থান’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই কড়া বার্তা বিদেশমন্ত্রীর

S Jaishankar | ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়, আপোষহীন অবস্থান’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই কড়া বার্তা বিদেশমন্ত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে (India-Pak Ceasefire)। শনিবার প্রথমে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এর কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রিও সাংবাদিক বৈঠকে জানান, শনিবার বিকেল ৫টা থেকে আকাশ, জল এবং স্থলপথে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আর এরপরই সন্ত্রাসবাদের মদতদাতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

যুদ্ধবিরতি ঘোষণার পরই জয়শংকর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।’ এরপরই তিনি লেখেন, ‘ভারত সর্বদা সবধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে। এটি অব্যাহত থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *