কিয়েভ : পূর্ব ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। তার মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। এই ঘটনার পর ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়া ড্রোন হামলা চালায়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় সামরিক হাসপাতাল, ভবনের ক্ষতি হয়েছে।
খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, ‘আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ড্রোন হামলায় জখম ১৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক কিশোরীর অবস্থা গুরুতর। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার শহরে হামলা চালানো হল বলে তেরেখভ রবিবার জানিয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওডেসা ও ডোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।