উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সঙ্গে বানিজ্যের বিষয়ে ন্যাটো (NATO) প্রধান মার্ক রুটের ‘১০০% নিষেধাজ্ঞা’-র হুমকির কড়া জবাব দিল ভারত। এই প্রসঙ্গে ভারত জানিয়েছে, তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হল দেশের জ্বালানি চাহিদা পূরণ করা। বৃহস্পতিবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, ভারতের অভ্যন্তরীণ চাহিদা বর্তমান বাজার পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। তিনি পশ্চিমী দেশগুলিকে এই বিষয়ে দ্বিচারিতা না করার বিষয়ে সতর্কও করেন।জয়সওয়াল বলেন, “আমি আবারও বলছি যে, আমাদের জনগণের জ্বালানি চাহিদা সুরক্ষিত করা আমাদের জন্য একটি সুস্পষ্ট এবং সর্বোচ্চ অগ্রাধিকার। এই বিষয়ে কোনও দ্বিচারিতা না করার জন্য আমরা আপনাদের বিশেষভাবে সতর্ক করছি।”
এই সপ্তাহের শুরুতেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলিকে সতর্ক করে বলেছিলেন যে, যদি মস্কো ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হয়, তবে এই দেশগুলি ১০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের মুখোমুখি হতে হতে পারে।
বুধবার, ন্যাটো মহাসচিব মার্ক রুটে(Mark Rutte) ব্রাজিল, চিন এবং ভারতকে সরাসরি সতর্ক করে জানান যে, তারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তবে তাদের গুরুতর অর্থনৈতিক শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠকের পরই এমন মন্তব্য করেন রুটে।
রুটে বলেন, “যদি আপনি চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং আপনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান ও তাদের তেল ও গ্যাস কেনেন, তাহলে জেনে রাখুন, যদি মস্কোর লোকটি(পুতিন) শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেয়, আমি ১০০ শতাংশ সেকেন্ডারি স্যাংশন আরোপ করব।”
রুটে এই তিন দেশের নেতাদের পুতিনকে সরাসরি শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানোর কথাও বলেন। তিনি বলেন, “অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং তাঁকে বলুন যে তাঁকে শান্তি আলোচনার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে কারণ অন্যথায় এটি ব্রাজিল, ভারত এবং চিনের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলবে।”