উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার রাশিয়ার(Russia) সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালালো ইউক্রেন(Ukraine)। সূত্রের খবর, এদিনের এই হামলায় ৪০-টিরও বেশি রুশ সামরিক বিমান ধ্বংস হয়ে গিয়েছে। অপরদিকে একই দিনে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় ১২ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিন রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি অঞ্চলের কাছে অবস্থিত একটি রুশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলায় রাশিয়ার ৪০-টির বেশি সামরিক বিমান ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ধ্বংস হওয়া হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২। এই বোমারু বিমানগুলি মূলত দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করার কাজে ব্যবহৃত হয়। ওই এলাকার আঞ্চলিক গভর্নর ইগোর কোবজেভ এই হামলার খবরটি নিশ্চিত করেছেন।
অপরদিকে বেলারুশের এক সংবাদমাধ্যম দাবি করেছে যে, রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটির কাছে রবিবার দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে বিকট আওয়াজ হয় এবং পরক্ষনেই কালো ধোয়ায় ঢেকে যায় আশপাশ। প্রসঙ্গত, এই ‘ওলেনিয়া’ রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি যেখানে পারমানবিক অস্ত্র পরিবহনে সক্ষম বিমানও মজুত রয়েছে। যদিও সরকারিভাবে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।
অপরদিকে ইউক্রেনের সেনা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, রবিবার দুপুরে(স্থানীয় সময় অনুযায়ী) ইউক্রেন সেনার একটি প্রশিক্ষন শিবিরের কাছে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ১২ জন ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন ৬০ জনরেও বেশি।