Rupali Bhattacharya | চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী রূপালি ভট্টাচার্য, পাত্র কে জানেন?

Rupali Bhattacharya | চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী রূপালি ভট্টাচার্য, পাত্র কে জানেন?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ে করতে চলেছেন, তা বুঝতে দেননি কাউকে। চুপিসারেই সাতপাকে বাঁধা পড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য (Rupali Bhattacharya)। শনিবার কলকাতায় বসেছিল অভিনেত্রীর বিয়ের আসর। কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রূপালি?

দীর্ঘদিনের বন্ধু তথা নাট্যকর্মী দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। খুব ঘনিষ্ঠরাই মূলত উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। ইতিমধ্যেই বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী নিজেও একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একে অপরের হাতে হাত রেখেছেন দুজনে। ছবির ক্যাপশনে রূপালি লিখেছেন, ‘ফাইনালি হাতাহাতি।’

বিয়ের দিন রূপালি পরেছিলেন গোলাপি রংয়ের বেনারসি, গা ভর্তি সোনার গয়না। দেবাঙ্ক পরেছিলেন মেরুন পাঞ্জাবি ও সাদা ধুতি। আইনি মতে বিয়ের পর শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান সারেন তাঁরা। রূপালি ও দেবাঙ্কর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী কল্যাণী মণ্ডল, সুদীপ্তা চক্রবর্তী, কাঞ্চনা মৈত্র, অনিন্দিতা দাস, মিমি দত্ত সহ আরও অনেকে।

প্রসঙ্গত, ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ রূপালি। নানা ছবি, সিরিয়াল, সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন ‘আনন্দী’ ধারাবাহিকের কাজ। আর এবার জীবনের নতুন অধ্যায়ে পা বাড়ালেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *