উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘৭৫ মানেই বুঝে নিতে হবে সময় এসেছে সরে দাঁড়ানোর’ আরএসএস প্রধান মোহন ভাগবতের (RSS chief Mohan Bhagwat) এমন মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। সদ্য বিদেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘরে ফিরতেই ভাগবতের এহেন কথায় শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে কোনও ইঙ্গিত করেছেন? নাকি চলতি বছর গেরুয়া শিবিরে বড় কোনও চমক অপেক্ষা করছে? এদিকে ভাগবতের কথার সূত্র ধরে ‘বেচারা প্রধানমন্ত্রী’ বলে মোদিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস শিবির।
গতকাল নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, ‘যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।’ চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেকারণেই নাম না করে মোদিকে এই বিশেষ বার্তা দিয়েছেন আরএসএস প্রধান এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আবার এ বছর মোহন ভাগবত নিজেও ৭৫ এ পা দেবেন। সংঘের নিয়ম অনুসারে ৭৫ এর পর আর পদে থাকতে পারবেন না ভাগবত। নিজে অবসর নেবেন বলেই কি মোদিকে অবসরের কথা মনে করালেন? জল্পনা তুঙ্গে।
তবে ভাগবতের এই মন্তব্য ভীষণ মনে ধরেছে কংগ্রেসে্। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) তুলোধনা করতে রীতিমতো সংঘ প্রধানের মন্তব্য হাতিয়ার করেছে হাত শিবির। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ (Jayram Ramesh) তিনি কার্যত কটাক্ষের সুরে বলেন, ‘বেচারা প্রধানমন্ত্রী। বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে এলেন আর দেশে ফিরে কি সম্মানটাই না পেলেন! আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে ১৭ সেপ্টেম্বর তোমার ৭৫ হয়ে যাচ্ছে। তুমি এবার অবসর নাও। সরে দাঁড়াও। নতুনদের জায়গা করে দাও।’ তবে একা প্রধানমন্ত্রী নন, কংগ্রেসের নিশানা থেকে বাদ পড়েননি খোদ আরএসএস প্রধান। তাঁকে উদ্দেশ করে পবন খেরা বলেন, ‘এবার আপনাদের দু’জনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। এক তির দুই নিশানা।’