নয়াদিল্লি: ২০২৪ সালের পর ২০২৫। টানা দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়নের শিরোপা। ছেলের যে সাফল্যে আবেগতাড়িত অক্ষর প্যাটেলের গোটা পরিবার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন ভারতীয় দল বিজয়োৎসবে মাতোয়ারা, তখন চোখের জল থামছে না অক্ষরের মায়ের।
ম্যাচ শুরুর আগেই টিভির সামনে বসে পড়েছিলেন অক্ষরের বাবা-মা সহ গোটা পরিবার। জয়ের পর উৎসব শুরু। মিষ্টিমুখের পালা। প্রতিবেশী, বন্ধুবান্ধবরা চলে এসেছেন শুভেচ্ছা জানাতে। আবেগও বাঁধনহারা।
অক্ষরের বাবা রাজেশ প্যাটেল বলেছেন, ‘ভারত জিতলে আমাদের গোটা পরিবার খুশিতে মেতে ওঠে। কারণ, ওই দলে আমার ছেলেও রয়েছে। গোটা দলের মিলিত প্রয়াসের ফল এই জয়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদ রইল।’
ছেলের গর্বে গর্বিত মা প্রীতি প্যাটেল বলেছেন, ‘আজকের জয়ে এত খুশি হয়েছি যে, চোখের জল আটকাতেই পারছি না। ছেলে ভালো খেলেছে। গোটা দল দুর্দান্ত খেলল। যার ফল, ট্রফি নিয়ে দেশে ফেরা।’ অক্ষরের ভাই সনশীপ প্যাটেলের কথায়, গোটা পরিবার গতকাল থেকে উৎসবের মেজাজে। সবাই এসে তাদের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে।
রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের কাছে কালকের সাফল্য আরও একটা ‘গুরুদক্ষিণা’। প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। সকাল থেকেই বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। দুবাইগামী বিমানে ওঠার আগে রোহিত বলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফিরব। আমাকে দ্বিতীয় গুরুদক্ষিণা দিল ও।’
গত দুই বছরে ভারত চতুর্থ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলল। এরমধ্যে দুটিতে হার, দুটিতে জয়। রোহিতের যে জোড়া সাফল্য দীনেশ লাডের কাছে গুরুদক্ষিণা।