মাদ্রিদ: টনি ক্রুজ অবসরে। নেই লুকা মডরিচও। শূন্যস্থান পূরণ করতে মাঝমাঠে নতুন নেতা খুঁজছে রিয়াল মাদ্রিদ। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ওই জায়গায় ম্যাঞ্চেস্টার সিটি তারকা রড্রি এখন রিয়ালের প্রথম পছন্দ। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডিন হুইজসেনদের নিয়ে ইতিমধ্যে অনেকটাই ঘর গুছিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কোচ জাভি অলন্সো এখন এমন একজন ফুটবলারের খোঁজে রয়েছেন, যিনি অভিজ্ঞ এবং মাঝমাঠে নেতৃত্ব দিতে পারবেন। শোনা যাচ্ছে, মাঝমাঠ শক্তিশালী করতে রড্রিকে নেওয়ার কথা ভাবছে রিয়াল। যদিও ২৯ বছরের স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে ম্যান সিটির ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে। সিটি কোচ পেপ গুয়ার্দিওলা ক্লাবকে রড্রির সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বলেও খবর। তবুও নীল ম্যাঞ্চেস্টার থেকে রড্রিকে ছিনিয়ে নিতে মরিয়া রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির দাবি, স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি মাদ্রিদ জায়েন্টরা। যদিও সবটাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই অর্থে কথাবার্তা কিছুই এগোয়নি। রড্রি ছাড়াও নিকোলো বারেল্লা, এঞ্জো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের দিকেও নজর রাখছে রিয়াল।