RJD MLA Viral Audio | ‘জুতেসে মারুনগা…’ টেলিফোনে পঞ্চায়েত সচিবকে হুমকি আরজেডি বিধায়কের! ‘ভয় পাইনা’ এল পালটা জবাব

RJD MLA Viral Audio | ‘জুতেসে মারুনগা…’ টেলিফোনে পঞ্চায়েত সচিবকে হুমকি আরজেডি বিধায়কের! ‘ভয় পাইনা’ এল পালটা জবাব

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফোনে কন্ঠস্বর চিনতে না পারায় পঞ্চায়েত সচিবকে জুতোপেটা করার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র। পঞ্চায়েত সচিবের সঙ্গে কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। যদিও কণ্ঠস্বরটি ভাই বীরেন্দ্রের মতো বলেই ধারণা রাজনৈতিক মহলের। এই ভাইরাল অডিও ক্লিপের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি আরজেডি বিধায়ক।

বিহারের এক পঞ্চায়েত সচিবকে টেলিফোনে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র। মানেরের আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অডিওতে শোনা যাচ্ছে এক পঞ্চায়েত সচিবকে টেলিফোন হুমকি দিচ্ছেন বীরেন্দ্র। বিধায়ককে সেই সরকারি আধিকারিক ফোনে তাকে চিনতে না পারার জন্য গালিগালাজ করতে এবং তারপর জুতা দিয়ে মারার হুমকি দিতে শোনা যাচ্ছে।

অডিওর কথোপকথন অনুসারে জানা যাচ্ছে, ভাই বীরেন্দ্র তার নির্বাচনী এলাকার স্থানীয় পঞ্চায়েত সচিবকে ফোন করে রিঙ্কি দেবী নামে এক মহিলার মৃত্যু শংসাপত্রের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু, সচিব তাঁকে চিনতে না পারায়, রেগে লাল হয়ে যান বিধায়ক। রাগ চেপে না রেখে কড়া ভাষায় সচিবকে আক্রমণ শুরু করেন তিনি। বিধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনি ভাই বীরেন্দ্রকে চেনেন না? আপনি কি চান আমি আমার পরিচয় করিয়ে দেই? পুরো দেশ আমাকে চেনে।”

এর পরেই পালটা জবাব দেন সচিব। তিনি বিচলিত না হয়ে বলেন, “যদি তুমি সম্মানের সঙ্গে কথা বলেন, আমিও তাই করব। যদি তুমি বাঁকা কথা বল, আমিও বাঁকাভাবেই কথা বলব। আমি তোমাকে ভয় পাই না।”

বিধায়ক পালটা সচিবকে বলতে শোনা যায়, “জুতে সে মারুনগা (আমি তোমাকে জুতো দিয়ে মারব) এবং তুমি চাইলে মামলা করতে পারো। তুমি প্রোটোকল মানো না। তুমি বলতে সাহস করো ভাই বীরেন্দ্র কে?”

বিধায়কের এই কথা শুনে কিছুটা দমে যান পঞ্চায়েত সচিব। জোর দিয়ে বলেন যে তিনি বিধায়কের পরিচয় সম্পর্কে অবগত নন। তিনি বলেন, “দয়া করে কাজের কথা বলুন। আপনি যা জানতে ফোন করেছেন সেটা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন।” সেই সঙ্গে তিনি বিধায়ককে হুমকি না দেওয়ার জন্য অনুরোধ করেন।

মানেরের বিধায়ক ভা বীরেন্দ্র বলেন, “স্থানীয় বিধায়ককে না চিনলে এই চাকরিতে থাকার আপনার কোন অধিকার নেই। বদলি? বদলির মাধ্যমেই আপনাকে শায়েস্তা করব। আপনি কোথা থেকে এসেছেন?”

পঞ্চায়েত সচিবের সঙ্গে মানেরে বিধায়ক ভাই বীরেন্দ্রর ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। যদিও কণ্ঠস্বরটি ভাই বীরেন্দ্রের মতো ছিল বলেই অনুমান রাজনৈতিক মহলের। আরজেডি বিধায়ক এখনও ভাইরাল অডিও ক্লিপ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া দেননি। আর এই অডিও ক্লিপিং শোরগোল ফেলে দিয়েছে বিহারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *