উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবভূমি ঋষিকেশে ‘মিস ঋষিকেশ’ সৌন্দর্য প্রতিযোগিতার মহড়ার সময় মডেলদের পোশাক নিয়ে তীব্র বিতর্কে জড়াল এক ডানপন্থী সংগঠন। ঘটনার দরুন ‘রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন’- নামের ওই সংগঠনের সদস্যদের দ্বারা মডেলদের ‘নৈতিকতা’র পাঠ দেওয়ার একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই উত্তরবঙ্গ সংবাদ) সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, এদিন লায়ন্স ক্লাব ঋষিকেশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মহড়া চলছিল। সেই সময় ওই হিন্দু সংগঠনের রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনাগরের নেতৃত্বে একদল সদস্য মহড়ার জায়গায় প্রবেশ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাটনাগর প্রতিযোগীদের উদ্দেশ্য করে বলছেন, “মডেলিং শেষ, এবার বাড়ি যাও। ঋষিকেশের সংস্কৃতি নষ্ট কোরো না। এটা আমাদের সংস্কৃতি নয়।”
ভাটনাগরের এই আপত্তির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানান এক প্রতিযোগী। তিনি পালটা প্রশ্ন করেন, “যদি এই পোশাক পরিধানে আপত্তি থাকে, তবে দোকানগুলোতে এমন পোশাক বিক্রি বন্ধ করছেন না কেন?” জবাবে ভাটনাগর তাঁদের ব্যক্তিগত স্থানে যা খুশি করার পরামর্শ দিলেও, প্রকাশ্যে এমন অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। প্রতিযোগী এর উত্তরে তাঁকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আপনি কে আমাদের কী পরতে হবে তা বলার?” মডেলদের এই দৃঢ় প্রতিরোধ সমাজ মাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে।
প্রতিযোগিতার আয়োজক লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চান্দানি মডেলদের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট জানান, প্রতিযোগীরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাঁরা কী পরবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁদের ব্যক্তিগত। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি এবং বিষয়টি দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে। তবে বিতর্কের আবহ তৈরি হলেও, নির্ধারিত সূচি মেনে ঘটনার পরের দিন, শনিবারই ‘মিস ঋষিকেশ’ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, পাঁচ বছর ধরে তাঁরা এই অনুষ্ঠান করছেন এবং এর মাধ্যমে স্থানীয় মহিলাদের বৃহত্তর সৌন্দর্য প্রতিযোগিতায় (যেমন ‘মিস উত্তরাখণ্ড’) অংশ নেওয়ার মঞ্চ তৈরি করে দেওয়া হয়।