উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আঙুলের চোট কেমন রয়েছে ঋষভ পন্থের? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনেই আঙুলে চোট পান পন্থ। তারপর থেকেই ভারতীয় দলের পাশাপাশি এই প্রশ্নটা ভাবাচ্ছে ক্রিকেট অনুগামীদেরও। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। তবে কি লর্ডস টেস্টে আদৌ খেলতে পারবেন তিনি?
এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘‘সহ-অধিনায়ক পন্থের বাঁ হাতের তর্জনীতে চোট লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। তাঁর পরিবর্তে আপাতত ধ্রুব জুরেল উইকেটের পেছনে রয়েছেন।’’ তবে তিনি লর্ডস টেস্টে আর খেলতে পারবেন কীনা সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি বোর্ড।
প্রসঙ্গত, লর্ডস টেস্টের প্রথম দিনে বুমরাহর একটি বল উইকেটের পেছনে ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান পন্থ। প্রাথমিক চিকিৎসার জন্য কিছুক্ষণ বন্ধ রাখতে হয় খেলা। তারপরে উইকেটের পেছনে ফিরলেও ওভারটি শেষ হতেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর পরিবর্ত খেলোয়ার হিসাবে মাঠে নামেন জুরেল। ওই দিন আর মাঠমুখো হতে পারেননি পন্থ। তবে আজ তিনি মাঠে নামতে পারবেন কীনা সেই বিষয়ে এখনও বোর্ডের তরফে স্পষ্টভাবে কিছু জানান হয়নি। তবে তিনি যদি খেলতে নামতে না পারেন তবে বড় ক্ষতির মুখে পড়বে দল। কারণ খেলার নিয়ম অনুসারে তাঁর পতিবর্ত হিসাবে নামা জুরেল ব্যাট করতে পারবেন না। আর সেই চিন্তাই এখন ভাবাচ্ছে দলের পাশাপাশি ক্রিকেট অনুরাগীদেরও।