Rinku Singh | বাগদান সারলেন রিঙ্কু-প্রিয়া, অতিথি তালিকায় ছিলেন কারা?

Rinku Singh | বাগদান সারলেন রিঙ্কু-প্রিয়া, অতিথি তালিকায় ছিলেন কারা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাগদান সেরে ফেললেন ভারতীয় ক্রিকেট তথা নাইটদের অন্যতম স্টার ফিনিশার রিঙ্কু সিং। পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। এদিন লখনউয়ের একটি হোটেলে বেশ সাড়ম্বরের সঙ্গেই সম্পন্ন হল রিঙ্কু-প্রিয়ার বাগদান পর্ব। আর এই অনুষ্ঠান ঘিরে যান চাঁদের হাট বসেছিল এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। এছাড়াও ছিলেন অখিলেশ যাদব জয়া ভাদুরির মতো ব্যক্তিত্বরাও। এছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক জগতের আরও বেশকিছু স্বনামধন্য মানুষকে এদিন দেখা যায় এই অনুষ্ঠানে।

প্রসঙ্গত, প্রিয়ার বাবাও একজন রাজনিতীবিদ। উত্তরপ্রদেশের কেরাকাট বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির বিধায়ক তিনি। এদিনের অনুষ্ঠানে রিঙ্কুর পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। প্রিয়া পরেছিলেন হালকা গোলাপি রঙের লহেঙ্গা চোলি এবং অলঙ্কার। এদিনের অনুষ্ঠানে পরস্পরের হাত ধরে আসেন তাঁরা। পরস্পরের হাতে আংটি পরিয়ে দেওয়ার সময় বাজি পুড়িয়ে সেই মুহূর্তটি উদযাপন করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের আর এক ক্রিকেটার কুলদীপ যাদব বাগদান সেরেছেন। এবার বাগদান সারলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ফিনিশার রিঙ্কু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *