উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিছিয়ে গেল রিঙ্কু সিংয়ের বিয়ে। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বাগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। জানা গিয়েছিল, বিয়ে হবে আগামী ১৮ নভেম্বর। কিন্তু এরই মধ্যে প্রকাশ্যে এল বিয়ে পিছিয়ে যাওয়ার খবর। কিন্তু ঠিক কী কারণে পিছিয়ে গেল এই বিয়ে? জানা গিয়েছে, রিঙ্কু নিজেই এই বিয়ে পিছিয়ে দিয়েছেন। কারণ নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু। এই জন্যই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্রের খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে রিঙ্কু এবং প্রিয়ার বিয়ে।
জানা গিয়েছে, ১৮ নভেম্বরের বিয়ের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই বারানসীর এক বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছিল। গত ৮ জুন বাগদান সম্পন্ন হয়েছিল রিঙ্কু-প্রিয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অখিলেশ যাদব, জয়া বচ্চন, ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বরা। সেখানেই জানা গিয়েছিল যে, ১৮ নভেম্বর বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন রিঙ্কু-প্রিয়া। কিন্তু এবার প্রকাশ্যে এল বিয়ে পিছিয়ে যাওয়ার এই খবর।
প্রসঙ্গত, চলতি বছরেই ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ৩ টি একদিনের ম্যাচ এবং ৫ টি টি-২০ ম্যাচ খেলতে। এই সফর চলবে ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ। ওই সিরিজে দুটো টেস্ট খেলা হবে ১৪-১৮ নভেম্বর এবং ২২-২৬ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।