Richa Ghosh | ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা, ইংল্যান্ড সফরে ওডিআই-টি২০ দলে শিলিগুড়ির রিচা  

Richa Ghosh | ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা, ইংল্যান্ড সফরে ওডিআই-টি২০ দলে শিলিগুড়ির রিচা  

শিক্ষা
Spread the love


মুম্বই: বৃহস্পতিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে জায়গা পেয়েছেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে ৫টি টি২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা।
রিচা ওডিআই এবং টি২০ দুটি দলেই রয়েছেন। রিচা ছাড়াও স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে ইয়াস্তিকা ভাটিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে দুরন্ত পারফর্ম করা স্নেহ রানাকে দলে রাখা হয়েছে। গত বছরের টি২০ বিশ্বকাপের পর প্রথমবার অফস্পিনার স্নেহ জায়গা পেলেন। ফেরানো হয়েছে তারকা ওপেনার শেফালি ভার্মাকেও। স্নেহর মতো শেফালিও গত বছরের বিশ্বকাপের পর কুড়ির দলে জায়গা পেলেন। ২৮ জুন ট্রেন্টব্রিজে টি২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলবেন হরমনপ্রীত কাউররা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হবে ১৬ জুলাই থেকে।

ওডিআই স্কোয়াড ঃ হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, তেজাল হাসাবনিস, দীপ্তি শর্মা, স্নেহ রানা, নাল্লাপুরেড্ডি শ্রী চারিনি, সুচি উপাধ্যায়, আমনজ্যোৎ কাউর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড় ও সায়ালি সাতঘাডে।

টি২০ স্কোয়াড ঃ হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, স্নেহ রানা, নাল্লাপুরেড্ডি শ্রী চারিনি, সুচি উপাধ্যায়, আমনজ্যোৎ কাউর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড় ও সায়ালি সাতঘাডে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *