উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বছর জুলাই মাসে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha)। সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে তার। এরই মধ্যে সম্প্রতি সন্তানকে লালন-পালন করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করেছেন যে মাতৃত্বের প্রতি তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল ভয়। তিনি বলেন, ‘মাতৃত্ব নিয়ে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম। জলবায়ু পরিবর্তন, গণহত্যা এবং বিশ্বে এত বিশৃঙ্খলার মাঝে সন্তানকে নিয়ে আসা কি ভালো সিদ্ধান্ত?’ এমনকি মেয়ের জন্মের পর তিনি ভেবেই নিয়েছিলেন যে বন্দুক কিনবেন। রিচা বলেন, ‘আমি ভেবেছিলাম, আমরা ভারতে থাকি, তাই এদেশে মেয়েকে বড় করতে হলে একটি বন্দুক কিনতেই হবে।’ যদিও পরবর্তীতে এই ধরনের দৃষ্টিভঙ্গি তিনি পালটে ফেলেন বলেই জানিয়েছেন। ওই সাক্ষাৎকারেই তিনি বলেন, ‘না, দেখা যাক। আমি মেয়েকে আমার মতোই শক্তিশালী করে তুলব।’
প্রসঙ্গত, নানা ইস্যুতেই নিজের মতামত রাখেন রিচা চাড্ডা। বরাবরই স্পষ্টবাদী তিনি। নিজের মন্তব্যের জন্য মাঝেমধ্যেই ট্রোলিংয়ের শিকার হন তিনি। যদিও এসবে খুব একটা নজর দেন না। ওই সাক্ষাৎকারে বাড়িতে বন্দুক রাখার কথা মজার ছলেই বলেছিলেন রিচা। কিন্তু তার এই মন্তব্য নিয়েও ফের শুরু হয়েছে বিতর্ক।