RG Kar Case | ‘ভেবে বলুন আমরা কি মামলা বন্ধ করে দেব!’ অভয়ার বাবা-মার কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের

RG Kar Case | ‘ভেবে বলুন আমরা কি মামলা বন্ধ করে দেব!’ অভয়ার বাবা-মার কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Case) মূল দোষী সঞ্জয় রায়কে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। তবে সেই রায়দানের আগেই সিবিআই (CBI) তদন্ত নিয়ে নানান প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন করেছিলেন ‘অভয়ার’ বাবা-মা। কিন্তু সেই সময় বিচারপতি ঘোষ অভয়ার বাবা-মার আবেদন শোনেননি। অন্যদিকে, শীর্ষ আদালতেও একই আবেদন করেন ‘অভয়ার’বাবা-মা। এই আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হল সুপ্রিম কোর্টে (Supreme Court docket)।

এদিন মামলার শুনানি শুরু হতেই ‘অভয়ার’ পরিবারের তরফে আইনজীবী জানান, ‘আমরা নিম্ন আদালতের রায় ঘোষণার আগেই আবেদন করেছিলাম। এখানে আমাদের কিছু অভিযোগ রয়েছে। কিছু ব্যক্তির নাম রয়েছে, যাঁরা উচ্চপদে আসীন রয়েছেন। তাঁদের একটা ভূমিকা রয়েছে এই মামলায়, যা তুলে ধরতে চেয়েছিলাম।’ একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘নতুন করে আবেদন জমা করুন। যা যা অভিযোগ রয়েছে, তা কিন্তু হলফনামায় বলতে হবে। তাই আপনাদের পক্ষে নতুন করে মামলা করলে ভালো হবে।’

এরঈ সঙ্গে প্রধান বিচারপতির আরও সংযোজন, ‘কলকাতা হাইকোর্টে (Calcutta Excessive Court docket) মামলা বিচারাধীন আছে। আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব ? এখনই উত্তর দিতে হবে না। ভেবে পরে জানান। সেই মত পদক্ষেপ করা হবে।’

উল্লেখ্য, চলতি বছর ১৮ জানুয়ারি আরজি কর কাণ্ডের রায়দান করেছিল শিয়ালদা আদালত। ২০ জানুয়ারি ধৃত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস। এই সাজা বা রায়দান নিয়ে মোটেও খুশি নন অভয়ার বাব-মা। তা নিয়েই উচ্চ এবং শীর্ষ দুই আদালতেই তাঁরা দরবার করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *