RG Kar Case | আজ সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি

RG Kar Case | আজ সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি

খেলাধুলা/SPORTS
Spread the love


কলকাতা : বুধবার অর্থাৎ আজ আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে হবে শুনানি হবে। প্রথমে মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর গত ডিসেম্বরে এই মামলা শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিল। সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা এরপর তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিপোর্ট জমা দিয়েছিলেন শীর্ষ আদালতে।

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে তরুণী চিকিৎসকের দেহ। তাঁকে খুন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। শিয়ালদা আদালত এই ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি, একা সঞ্জয় নয়, অপরাধে জড়িত আরও অনেকে। তারই মধ্যে এদিন ফের মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *