RG Kar Case | সুপ্রিম কোর্টে আজ ফের আরজি কর মামলার শুনানি, শুনতে পারেন বিচারপতি বাগচী!

RG Kar Case | সুপ্রিম কোর্টে আজ ফের আরজি কর মামলার শুনানি, শুনতে পারেন বিচারপতি বাগচী!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) ফের আরজি কর মামলার (RG Kar Case) শুনানি রয়েছে। এদিন আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। ওই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে থাকতে পারেন তিনি।

গত ১০ মার্চ কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। তার আগে শীর্ষ আদালতের কলেজিয়াম তাঁকে বিচারপতি হিসাবে মনোনীত করেছিল। ছুটির জন্য শীর্ষ আদালত বন্ধ থাকায় বিচারপতি বাগচীর শপথগ্রহণ হয়নি। এদিন সকাল সাড়ে ১০টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। আর এদিনই সকাল সাড়ে ১১টায় আরজি কর মামলার শুনানির কথা রয়েছে। ফলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে এই মামলার শুনানিতে বিচারপতি বাগচীও অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।

শীর্ষ আদালতের নিয়ম অনুযায়ী, নতুন বিচারপতিকে প্রথমদিন প্রধান বিচারপতির বেঞ্চে বসানো হয়, যেখানে আদালতের কাজকর্ম সঙ্গে তাঁকে পরিচিত করানো হয়। শুনানিতে উপস্থিত থাকতে রবিবারই দিল্লি পৌঁছেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁরা আদালতকক্ষে প্রবেশের জন্য ই-পাসের আবেদন করেছেন বলে জানা গিয়েছে। সেই অনুমতি পাওয়া গেলে, এটাই হবে সুপ্রিম কোর্টে তাঁদের প্রথম উপস্থিতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *