উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘অভয়া’র বাবা-মায়ের আর্জিতে সাড়া। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। গত ৯ অগাস্ট নবান্ন অভিযানে ‘অভয়া’র মা আক্রান্ত হয়েছিলেন। সেই অভিযোগে তাঁরা মেল করেছিলেন রাষ্ট্রপতিকে। এদিন রাইসিনা হিলসের তরফে মুখ্যসচিবকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানতে চাওয়া হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে রাজ্য?
চলতি মাসের ৯ তারিখ আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হয়। ওইদিন নবান্ন অভিযান করেন অভয়ার বাবা-মা। সেই অভিযানে আক্রান্ত হন অভয়ার মা। মাথায় তাঁকে আঘাত করা হয়। এ নিয়ে একরাশ অভিযোগ জানিয়ে গত ১৩ অগাস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মেল করে নির্যাতিতার বাবা লেখেন, ‘আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান। আমরা সব হারিয়েছি। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার মেয়ের মৃত্যুবার্ষিকীতে আমার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তিনবার আমরা মেইল করলাম। আমাদের অনুরোধ এবার উত্তর দিন।’
বিস্তারিত আসছে………………