সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শোনা যাচ্ছে, তাঁকে সই করাতে উদ্যোগী মিডলসেক্স। ইংল্যান্ডের এই কাউন্টি দল ভারতের প্রাক্তন অধিনায়ককে নিজেদের দলে পেতে আগ্রহী। কোহলি রাজি হলে ইংল্যান্ডেই তাঁকে ফের সাদা জার্সি গায়ে নেমে পড়তে হবে।
মিডলসেক্সের ক্রিকেট ডিরেক্টর অ্যালান কোলম্যান বলেন, “বিরাট কোহলি তাঁর প্রজন্মের সবচেয়ে আইকনিক ক্রিকেটার। আমরা তাঁর সঙ্গে আলোচনায় আগ্রহী।” সূত্রের খবর, আইপিএল শেষ হলেই কোহলির সঙ্গে কথা বলতে পারেন। যদিও বিরাট কোহলি কি আদৌ কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন? সেই প্রশ্নও উঠছে।
টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে কিন্তু খেলবেন কোহলি। বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। সেই কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং মেট্রো ব্যাঙ্ক কাপে কোহলিকে খেলানোর পরিকল্পনা করছে মিডলসেক্স।
কিংবদন্তি অনেক ক্রিকেটারই খেলেছে এই মিডলসেক্স। ২০১৯ সালে এই ক্লাবের হয়ে খেলেছেন কোহলির প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। চলতি মরশুমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও মিডলসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলবেন তিনি। কোহলি যদি মিডলসেক্সে খেলার ব্যাপারে রাজি হন, তাহলে জুটি বাঁধার সুযোগ পাবেন উইলিয়ামসনের সঙ্গে। আর প্রতিপক্ষ বোলার হিসেবে পাবেন জেমস অ্যান্ডারসনের মতো পেসারকে। সুতরাং, এই সব কিংবদন্তি ক্রিকেটারকে একসঙ্গে দেখতে স্টেডিয়াম যে উপচে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন