Reclaim the Evening | আরজি কর কাণ্ডের এক বছর, রাতদখলে পথে নামল কলকাতার পাশাপাশি জেলাও

Reclaim the Evening | আরজি কর কাণ্ডের এক বছর, রাতদখলে পথে নামল কলকাতার পাশাপাশি জেলাও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এক বছর পূর্ণ হয়ে গিয়েছে আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনার। আর সেই ঘটনার প্রতিবাদে রাত দখল করতে এক বছর বাদে আবারও রাস্তায় নামলেন রাজ্যের মানুষ। এদিন কলকাতা সহ জেলায় জেলায় ডাক দেওয়া হয়েছে রাত দখল কর্মসূচির।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয় শ্যামবাজারে। সেই মতো বহু মানুষ জড়ো হয়েছেন শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে। রাতের দখল নিতে মানুষ জড়ো হয়েছেন রাসবিহারি মোড়েও। জুনিয়ার ডাক্তারেরাও সেখানে জমায়েত করেছেন। এর পাশাপাশি দমদম থেকে লেকটাউন বা সোদপুর, সর্বত্র ধরা পড়েছে মানুষের সম্মিলিত প্রতিবাদের ছবি। যেখানে মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে,গান কবিতা,নাটক,স্লোগান।

কলকাতার পাশাপাশি রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে শিলিগুড়ি শহরেও। হাতে মশাল হাতে এদিন রাতে শহরের রাজপথ দখলে নেমেছেন শিলিগুড়ির মানুষ। এর পাশাপাশি এই রাতদখল কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন হাওড়া, ঘাটাল, অশোকনগর, দূর্গাপুর, বর্ধমান সহ বিভিন্ন জায়গার মানুষ।

এদিকে এই রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর খবর পাওয়া গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। জানা গিয়েছে, এদিন মূলত ‘অভয়া মঞ্চে’র ডাকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভয়া মঞ্চের তরফে অভিযোগ জানান হয়েছে যে, সোনারপুরে তাঁদের মঞ্চ বাধতে দেওয়া হয়নি। এমনকি কর্মসূচিতে ব্যাঘাত ঘটাতে তারস্বরে মাইক বাজানোরও অভিযোগ করেছেন তাঁরা। এক্ষেত্রে অভিযোগের নিশানায় রয়েছে তৃণমূল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *