RCB Victory Parade | শেষ মুহূর্তে বাধ সাধল পুলিশ! বেঙ্গালুরুতে বাতিল আরসিবির বিজয় শোভাযাত্রা

RCB Victory Parade | শেষ মুহূর্তে বাধ সাধল পুলিশ! বেঙ্গালুরুতে বাতিল আরসিবির বিজয় শোভাযাত্রা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর আইপিএলে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL Winner)। ১৭ বছরের অপেক্ষা শেষে ১৮তম আইপিএলে শাপমোচন হয়েছে কোহলিদের। এই খুশিতেই বুধবার বেঙ্গালুরুতে ফিরে বিজয় শোভাযাত্রা করার কথা ছিল আরসিবির (RCB Victory Parade)। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই বিজয় শোভাযাত্রা তীব্র যানজটের আশঙ্কা ও নিরাপত্তার কারণে বাতিলের কথা ঘোষণা করেছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru police)। ফলে স্বাভাবিকভাবেই হতাশ আরসিবি সমর্থকরা।

প্রাথমিকভাবে আরসিবির তরফে জানানো হয়েছিল, কর্ণাটকের বিধান সৌধে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাৎ করবে গোটা দল। সেখান থেকে হুডখোলা বাসে বিজয় শোভাযাত্রা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে যাবেন বিরাট কোহলিরা। স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। কিন্তু বেঙ্গালুরুতে অন্যতম বড় সমস্যা হল সেখানকার যানজট। এরই মাঝে আরসিবি বিজয় শোভাযাত্রা করলে সেই যানজট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। যার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়তে পারেন সাধারণ মানুষ। তাই যানজটের (Heavy visitors) পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখেই (Safety constraints) বিজয় শোভাযাত্রা অনুমতি দেয়নি পুলিশ। পরিবর্তে জানানো হয়েছে, এদিন বিধান সৌধ থেকে সরাসরি চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যাবে আরসিবি। সেখানেই বিকেল ৫টার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দল। সেই সঙ্গে পুলিশ আরও উল্লেখ করেছে যে, শুধুমাত্র বৈধ পাস বা টিকিটধারীদেরই প্রবেশাধিকার থাকবে স্টেডিয়ামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *