RCB celebration | বিদেশি ক্রিকেটাররা চলে যাবে, তাই বুধবারই সেলিব্রেশন, জীবনের দাম অনেক বেশি : কপিল

RCB celebration | বিদেশি ক্রিকেটাররা চলে যাবে, তাই বুধবারই সেলিব্রেশন, জীবনের দাম অনেক বেশি : কপিল

ব্লগ/BLOG
Spread the love


বেঙ্গালুরু: উৎসবের রাত। উৎসবও হল। যদিও সেই উৎসবকে ঘিরে চলে গিয়েছে এগারোটি তরতাজা প্রাণ। আহতের সংখ্যা অনেক। ঘটনার ঘাত-প্রতিঘাতে প্রত্যাশামাফিক চলছে চাপানউতোর। দাবি, পালটা দাবি, রাজনৈতিক তর্জা জারি। দায় এড়ানোর প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে স্থানীয় প্রশাসন, সংগঠকদের তরফেও।

সমালোচনা এড়াতে পারছে না আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। এত মানুষ প্রাণ হারানোর পরও কেন উৎসব বন্ধ হল না, তা নিয়ে সোচ্চার প্রাক্তনদের অনেকেই। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব মুখ খুলেছেন। অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, উৎসবের চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি।

তিরাশির বিশ্বজয়ে কপিলের অন্যতম অস্ত্র মদন লাল তো আরসিবি-র বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন। প্রাক্তন অলরাউন্ডারের মতে, চূড়ান্ত গাফিলতি। যার জেরেই এতগুলি মানুষ প্রাণ হারালেন, তাঁদের পরিবারের চরম ক্ষতি হয়ে গেল। কর্ণাটক ক্রিকেট সংস্থা ও আরসিবি-কে সেই দায় নিতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উচিত ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করা।

বিভিন্ন সূত্রের খবরেও গাফিলতির কথা সামনে আসছে। অপ্রীতিকর কিছু ঘটতে পারে আশঙ্কা ছিল। কর্ণাটক বিধানসভা ভবন থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে রোড শোয়ের সূচি বাতিল করা হয়। এমনকি বুধবারের বদলে রবিবার ছুটির দিনে ভিকট্রি প্যারেড করার প্রস্তাব দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে। যুক্তি ছিল, সবে মঙ্গলবার রাতে আইপিএল জিতেছে দল। বুধবার অনুষ্ঠান হলে সমর্থকদের ঊর্ধ্বমুখী আবেগ আরও মাত্রাছাড়া হবে।

রবিবার উৎসব হলে আবেগ কিছুটা থিতু হবে। তাছাড়া রবিবার ছুটির দিন। বুধবার অনুষ্ঠান হলে অপ্রীতিকর কিছু ঘটার সম্ভাবনা নিয়ে সরকার ও আরসিবি ম্যানেজমেন্টকেও সতর্ক করা হয়। যদিও আরসিবি নাকি রাজি হয়নি সেই প্রস্তাবে। যুক্তি, বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে যাবেন। রবিবার পর্যন্ত অপেক্ষা করা মুশকিল। অতএব বুধবারই সেলিব্রেশন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক আরও দাবি করেন, আরসিবি-র সঙ্গে সায় দেয় সরকারও। নিরাপত্তার বদলে আইপিএল জয়ের উৎসবকে নিজেদের প্রচারে কাজে লাগাতে বেশি ব্যস্ত ছিলেন রাজনৈতিক কর্তারা। তাছাড়া আরসিবি-র প্রস্তাব খারিজ করে জনরোষের মুখে পড়ার ঝুঁকি নিতেও রাজি হয়নি সরকার। ফলে বুধবার অনুষ্ঠান করতে ছাড়পত্র।

বাকিটা সবার সামনে। বেঙ্গালুরু পুলিশ বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে রাত পর্যন্ত তাদের সর্বশক্তি দিয়ে রাস্তায় নামলেও সামলাতে পারেনি লাখো মানুষের ক্রিকেট-উন্মাদনাকে। ফলস্বরূপ, বিরাট কোহলিদের আইপিএল জয়ের উৎসবে রক্তের দাগ। প্রশ্নের মুখে বিরাটরাও। এত বড় ঘটনার পরও কেন উৎসব চালিয়ে গেলেন তাঁরা? যদিও প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসনের দাবি, নিশ্চিত ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না বিরাট। জানলে কখনোই অনুষ্ঠানে শামিল হতেন না।

আরসিবি-র তরফে মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার কথা ঘোষণা করেছে আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি। প্রাণ হারানো ১১ জন ক্রিকেটপ্রেমীর পরিবারপিছু ১০ লক্ষ টাকা দিচ্ছে আরসিবি। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যন্ত্রণার শরিক আমরাও। প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

কিন্তু অর্থ দিয়ে সব ক্ষতির পূরণ সম্ভব? প্রশ্নটাকেই তুলে ধরলেন কপিল। বলেছেন, ‘খবরটা শোনার পর খারাপ লাগছে। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। আগামীদিনে এরকম ঘটনা ঘটলে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। বিরাট ভুল। উৎসবের চেয়ে জীবনের দাম অনেক বেশি। এটা মাথায় রাখতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *