চেন্নাই: রজত পাতিদারের মোবাইল ফোনের সিম ছত্তিশগড়ে! সেই সিম ব্যবহার করে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের সঙ্গে কথা বলারও সুযোগ! যে ঘটনা ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। এমনই এক ঘটনার কথা শোনালেন রবিচন্দ্রন অশ্বীন। ডেভন কনওয়ে পরিচয় দিয়ে অশ্বীনের থেকে বিরাটের নম্বর হাতিয়ে নেয় এক অপরিচিত!
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বীন বলেছেন, ‘আইপিএলের পর হঠাৎ করে একজন আমাকে মেসেজ করে। নিজেকে ডেভন কনওয়ে বলে দাবি করে। জিজ্ঞাসা করে আমি কেমন আছি? পালটা জবাব দিই আমিও। মেজর ক্রিকেট লিগে কেমন কাটছে জানতে চাই। তারপরই বলে বিরাটের নম্বর হারিয়ে ফেলেছে। আমি দিতে পারব কিনা। মনে হচ্ছিল, জিজ্ঞাসা করি কেন হঠাৎ বিরাটের নম্বর চাইছে? তারপর ভাবলাম, ও ভুল বুঝবে। কোহলির কার্ড বের করে অন্য একটা নম্বর দিই।’
কিছুক্ষণ পরেই অশ্বীনের ভুল ভাঙে। বিরাটের পর রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির নম্বরও চায় নিজেকে কনওয়ে পরিচয় দেওয়া ব্যক্তি। এরপর অশ্বীনের বুঝতে অসুবিধা হয়নি, কনওয়ের নাম ব্যবহার করে কেউ তাঁকে ধোঁকা দিচ্ছে। নিশ্চিত হতে পালটা জিজ্ঞাসা করেন, যে ব্যাট দিয়েছিলেন (আসলে দেননি), সেটা কেমন আছে? ফোনের ওপার থেকে উত্তর আসে দুর্দান্ত।
তখন বুঝে যান ঠগের পাল্লায় পড়েছেন। পত্রপাঠ সংশ্লিষ্ট নম্বরটিকে ব্লক করে দেন। পরে খোঁজ নিয়ে দেখেন, নম্বরটা মোটেই কনওয়ের নয়! তবে বিরাটের নম্বর দিলেও কোনও সমস্যা হয়নি। কারণ অশ্বীন ওই ব্যক্তিকে বিরাটের যে নম্বরটি দিয়েছিলেন, তা অস্ট্রেলিয়ার নম্বর!