Ravichandran Ashwin | আইএল লিগে খেলতে চান অশ্বীন!

Ravichandran Ashwin | আইএল লিগে খেলতে চান অশ্বীন!

শিক্ষা
Spread the love


চেন্নাই: আইপিএল সহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কয়েকদিন আগেই। তবে ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না রবিচন্দ্রন অশ্বীন। লক্ষ্য এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথম পদক্ষেপ হিসেবে পাখির চোখ সংযুক্ত আরব আমিরশাহির ‘আইএল টি২০’ লিগ। ৩০ সেপ্টেম্বর লিগের নিলাম। ১০ তারিখের মধ্যে প্লেয়াররা তাঁদের নাম নিলামের জন্য নথিভুক্ত করতে পারবেন। অশ্বীন সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। লিগের সংগঠকদের সঙ্গেও কথা বলেছেন। আশাবাদী, নাম নথিভুক্ত করলে নিলামে ঠিক দল পেয়ে যাবেন।

প্রাক্তন ভারতীয় তারকাদের মধ্যে আরব আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি লিগে আম্বাতি রায়াডু খেলেন। কিন্তু রায়াডুর তুলনায় অশ্বীন অনেক বড় নাম। শেষপর্যন্ত নিলামে যদি দল পান, বিদেশি লিগে খেলা সেরা ভারতীয় হতে চলেছেন। সেই ইঙ্গিত দিয়ে ২৮৭ আন্তর্জাতিক ম্যাচে ৭৬৫ উইকেটের মালিক অশ্বীন বলেছেন, ‘হ্যাঁ, আমি খেলতে আগ্রহী। ইতিমধ্যে লিগের আয়োজকদের সঙ্গে কথা বলেছি। আশা করি, নিলামে নাম নথিভুক্ত করলে দল পাব।’ উল্লেখ্য, এবারই প্রথম ‘আইএল টি২০’ লিগে নিলাম হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *