সামসী: এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের (Ratua) চাঁদমুনি গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম রবিউল ইসলাম(২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদমুনি গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম পেশায় পরিযায়ী শ্রমিক। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পর বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। এরই ফাঁকে নিজের শোবার ঘরে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রবিউল। সকাল হতেই বাড়ির সকলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই তড়িঘড়ি করে সামসী ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে রবিউলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
এ প্রসঙ্গে সামসী ফাঁড়ির পুলিশ ইনচার্জ রামচন্দ্র সাহা(এসআই) বলেন, ‘যতদুর শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল রাতে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।