উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রথযাত্রায় (Ratha Yatra 2025) সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। বছরের এই বিশেষ দিনে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মন্দির ছেড়ে পথে নেমে আসেন ভক্তদের মাঝে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব।
এবার পুরীতে রথযাত্রা উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে প্রায় ১৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে বলে জানা গিয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জগন্নাথদেবের মন্দির। মোতায়েন রয়েছে ১০ হাজার নিরাপত্তাকর্মী। আট কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে।
রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে আমার শুভেচ্ছা। আমি কামনা করি শ্রদ্ধা ও ভক্তির এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। জয় জগন্নাথ!’
भगवान जगन्नाथ की रथ यात्रा के पवित्र अवसर पर सभी देशवासियों को मेरी ढेरों शुभकामनाएं। श्रद्धा और भक्ति का यह पावन उत्सव हर किसी के जीवन में सुख, समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आए, यही कामना है। जय जगन्नाथ! pic.twitter.com/vj8K6a0XKM
— Narendra Modi (@narendramodi) June 27, 2025
পুরী থেকে গুন্ডিচায় মাসির বাড়ির উদ্দেশে তিনটি রথ বের হয়। একটি মহাপ্রভু জগন্নাথের রথ, যার নাম নন্দীঘোষ৷ দ্বিতীয়টি বলরামের, যার নাম তালধ্বজ৷ অন্য রথটি সুভদ্রার, নাম দর্পদলন৷ প্রত্যেকটি রথকে ফুল ও মালায় সাজিয়ে অনন্য রূপ দেওয়া হয়৷ এদিন সকাল ৯টায় রথে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে৷ রীতি মেনেই চলছে নানা অনুষ্ঠান৷ রথের দড়িতে টান পড়বে বিকেল ৪টায়।