Rath Yatra | রথে তোলা হল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ! আনন্দে মেতেছেন আমজনতা

Rath Yatra | রথে তোলা হল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ! আনন্দে মেতেছেন আমজনতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রথে চড়ে বসলেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। ইসকনের সদস্য রাধারমণ দাসের নেতৃত্বে রথের ওপর উপবিষ্ট হলেন তিন দেবতা। করা হল আরতি।

অবশেষে সকলের জন্য খোলা হল মন্দিরের দরজা। সাধারণ মানুষ মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে জগন্নাথের পাথরের মূর্তির দর্শন করতে পারবেন। সেই সঙ্গে মন্দিরের ভিতরে সাধারণের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গড়াবে দিঘার রথের চাকা। তার আগে শেষ মুহূর্তের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *