Ranveer Allahbadia | ইউটিউবের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, তোপের মুখে রণবীর এলাহাবাদিয়া

Ranveer Allahbadia | ইউটিউবের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, তোপের মুখে রণবীর এলাহাবাদিয়া

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি ও মুম্বই: ভয়ঙ্কর বিপদের মুখে সময় রায়না (Samay Raina)। রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জন্য তাঁর ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ শো-টি নিষিদ্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে (India’s Acquired Latent)। এই শো-এর এক পর্বে তিনি এক প্রতিযোগীকে বলেছেন, ‘আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন?’ রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। এই পর্বের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদ শুরু হয়।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর তরফ থেকে তাঁদের সমস্ত কর্মী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক এবং অন্যান্য কলাকুশলীকে এই শো থেকে সমস্ত সম্পর্ক ছেদ করতে বলা হয়েছে। এই সংস্থার তরফ থেকেই সময় রায়নার শো-কে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তার আগেই অবশ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রবল বিক্ষোভের মুখে ইউটিউব থেকে রণবীর এলাহাবাদিয়ার ওই বিশেষ পর্বটি সরিয়ে নেওয়া হয়েছে।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সময় রায়নার এই শো-তে রণবীর এলাহাবাদিয়ার এই বিশেষ পর্বটি ভারতীয় সমাজ, মূল্যবোধ এবং ধ্যানধারণার পরিপন্থী। ভারতের মতো এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী সমাজকে এখানে আঘাত করা হয়েছে। জনমানসে এর বিরূপ প্রভাব পড়েছে। সুতরাং দেশবিখ্যাত ইউ টিউবার রণবীর এলাহাবাদিয়ার এই কুরুচিকর বক্তব্যকে অবিলম্বে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হোক।

রণবীর এলাহাবাদিয়ার বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘটনার সমালোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।  এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, অনুষ্ঠানের নির্মাতাদের বিরুদ্ধে মুম্বই পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের উইমেনস কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছে, যার মূল বক্তব্য, এই মন্তব্য করা হয়েছে যাতে বিতর্ক হয় এবং তার থেকে উপার্জন হয়। অভিযোগ দায়ের হয়েছে শো-এর অর্গানাইজারের সহ বিচারকদের বিরুদ্ধেও।

কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ বলেছেন, ‘এটা সৃজনশীলতা নয়, নোংরামি। নোংরামিকে কখনও নরমালাইজ করতে পারি না।’ তবে বিতর্কের আগুন বাড়তেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন রণবীর। এই ভিডিওতে রণবীর জানালেন, ‘আমার এই মন্তব্য একেবারেই মজার নয়। এটা অশ্লীল। আমি আমার বক্তব্যের পক্ষে কোনও যুক্তি দিচ্ছি না। আশা করি আমাকে ক্ষমা করে দেবেন সবাই।’

এরপরেও একাধিক সাংসদ, ইনফরমেশন টেকনলজির একটি পার্লামেন্টারি প্যানেল ভাবছে রণবীর এলাহাবাদিয়াকে সমন পাঠানো হবে কি না। সম্ভবত পডকাস্টারকে সশরীর প্যানেলের সামনে হাজির হয়ে তাঁর বক্তব্যের জন্য জবাবদিহি করতে হবে। বিজেপি সাংসদ সস্মিত পাত্র বলেছেন, ‘ এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আমি আরও কঠিন নির্দেশাবলি ও কঠিন শাস্তির দাবি করছি এই ধরনের মন্তব্য যারা করছে তাদের জন্য।’ শিব সেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াংকা চতুর্বেদী এক্স হ্যান্ডলে লিখেছেন,‘…আমার একটা প্ল্যাটফর্ম আছে বলেই আমি যা খুশি বলতে পারি না…আমি বিষয়টি পার্লামেন্টে তুলব…’ মুম্বই এবং গুয়াহাটিতে রণবীর, সময়, অপূর্ব এবং এই পর্বের সঙ্গে যুক্ত অন্যদের নামে এফআইআর হয়েছে।  মুম্বইয়ে রণবীরের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রণবীরের বাড়িতেও গিয়েছে।  রণবীর ও সময়কে তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *