উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় সন্তান হোক কন্যা! এমনটাই নাকি চান রণবীর কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে হয়েছিল ২০২২ সালে। সে বছরেই তাঁদের কোল আলো করে এসেছিল ছোট রাহা। এবার কি তবে দ্বিতীয় সন্তানের আগমনের ভাবনাচিন্তা শুরু করেছেন এই তারকা দম্পতি!
তাঁর দুটি সন্তান হবে, এমন ইচ্ছার কথা আলিয়ার মুখে তাঁর বিয়ের আগেও বহুবার শোনা গিয়েছে। এবার এক সাক্ষাৎকারে সেই একইরকম ইচ্ছার কথা জানালেন রণবীর। আর সেই দ্বিতীয় সন্তানও মেয়েই হোক এমনটা জানিয়ে এদিন তিনি বলেন, ‘আমি আশা করব আমাদের দ্বিতীয় সন্তান হলে কন্যাই হবে। কারণ আমি বরাবর কন্যাই চেয়েছি।’ সম্প্রতি এক পডকাস্টে আলিয়াকেও দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তুলতে দেখা গিয়েছিল। এবার সেই একই সুর শোনা গেল রণবীরের গলাতেও।