উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের ওজন কমিয়েছেন। তবে এবার অভিনেত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) ওজন নিয়ে বেফাঁস মন্তব্য করে কটাক্ষের মুখে রাম কাপুর (Ram Kapoor)।
একটা সময়ে অনেকটা বেশি ওজন ছিল রাম কাপুরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটা নিয়ে বলতে গিয়েই রাম কাপুর জানান, ওজন বেশি হলে অভিনেতাদের ক্ষেত্রে কেরিয়ারে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। তখনই তুলনা টেনে উদাহরণ হিসেবে নিয়ে আসেন স্মৃতি ইরানির নাম। অভিনেতা বলেন, ‘তিনি (স্মৃতি) আমার মতোই ছিলেন। কিন্তু একজন মহিলা হিসেবে সম্ভবত তিনি আমার চেয়েও বেশি সফল হয়েছিলেন। শুধুমাত্র তিনি অনেক আগেই অভিনয়ের দুনিয়া থেকে সরে গিয়েছেন।’
এখানেই থামেননি রাম। এরপরই তিনি আরও বলেন, ‘পুরুষদের ক্ষেত্রে আমার মতো ভারী চেহারা নিয়ে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। কিন্তু বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা হয় না। স্মৃতি অত ভারী চেহারা সত্ত্বেও সাফল্য অর্জন করেছিলেন।’
রাম কাপুরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই উঠেছে নিন্দার ঝড়। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘ওজন কমানোর পর থেকেই ইনি এমন হয়ে গিয়েছেন। আগে খুবই ভদ্র অভিনেতা ছিলেন।’ আরও একজন লিখেছেন, ‘এই ধরনের বক্তব্য এক জন অভিনেতার কাছ থেকে কাম্য নয়। বরং তাঁকে চুপ থাকতে বলা উচিত।’