উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেক বাউন্স মামলায় (Cheque Bounce Case) বিপাকে পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। কয়েক বছর আগে চেক বাউন্সের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সাজা ঘোষণা করেছে মুম্বইয়ের এক আদালত (Court docket)। তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০১৮ সালে এক ছবি তৈরির সময় রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই বছর চেক বাউন্স মামলায় জড়িয়ে পড়েন তিনি। ভার্মা এবং ‘শ্রী’ নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সমস্যার সূত্রপাত। রাম গোপালের দেওয়া চেক বাউন্স হয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা। একাধিকবার শুনানি হলেও পরিচালক হাজিরা দেননি আদালতে। এদিন এই মামলায় সাজা শুনিয়েছে আদালত। পাশাপাশি করা হয়েছে জরিমানা। ওই সংস্থাকে ৩.৭২ লক্ষ টাকা দিতে হবে রামগোপালকে। ক্ষতিপূরণ না দিলে বাড়তে পারে সাজার মেয়াদও।