উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন (Rakesh Roshan)। মেয়ে সুনয়না রোশন জানিয়েছিলেন, তাঁর বাবার সদ্য নেক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। এবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি পোস্ট করে রাকেশ জানান, তাঁর মস্তিষ্কে ৭৫ শতাংশ ব্লকেজ ছিল। তাঁর শরীরে এমন কিছুর কোনও উপসর্গ ছিল না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। রুটিন চেকআপে গিয়ে হৃদযন্ত্রের পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসক ঘাড়ের একটি টেস্ট করতে দেন। এরপরই জানা যায়, তাঁর মস্তিষ্কে ৭৫ শতাংশেরও বেশি ব্লকেজ রয়েছে। তা সময়মতো চিকিৎসা না করালে বড় সমস্যা হতে পারে। এরপরই হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও জানান। একইসঙ্গে সকলকে সতর্ক করে তিনি আরও বলেন, ৪৫ থেকে ৫০ বছরের বেশি বয়সের সকলের উচিত হৃদযন্ত্র ও মস্তিষ্কের নিয়মিত পরীক্ষা করা। নিজেকে সুস্থ রাখাই এই বয়সে বড় বিষয়।