Raju Bista | ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করুন, মমতাকে চিঠি দার্জিলিংয়ের বিজেপি সাংসদের

Raju Bista | ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করুন, মমতাকে চিঠি দার্জিলিংয়ের বিজেপি সাংসদের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা দু’দিনের বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং এবং মিরিকের পার্বত্য অঞ্চলে ভয়াবহ ধসের কারণে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বানভাসী জলপাইগুড়ি ও কোচবিহারও। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই বিপর্যয়ের বলি হয়েছেন অন্তত ২৮ জন। এই পরিস্থিতিতেই রাজ্যের দুর্যোগ পরিস্থিতিকে ‘রাজ্য বিপর্যয়’ (State Catastrophe) ঘোষণার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা।

পাহাড়ের এই ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং লাগাতার মৃত্যুমিছিলের আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে সাংসদ রাজু বিস্তা দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। তিনি মুখ্যমন্ত্রীকে লেখেন, “দার্জিলিং, তরাই এবং ডুয়ার্স সংলগ্ন অঞ্চলে বৃষ্টির জেরে তৈরি হওয়া ভূমিধসকে দয়া করে রাজ্যস্তরীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন।” বিজেপি সাংসদের দাবি, এই ঘোষণা হলে কেন্দ্রের তরফে অতিরিক্ত সাহায্য ও ক্ষতিপূরণ পাওয়ার রাস্তা খুলে যাবে। একইসঙ্গে তিনি এই ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিসংখ্যান কেন্দ্রকে জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, যাতে রাস্তাঘাট, কৃষিজমি ও জনজীবনের ব্যাপক ক্ষতির কথা দিল্লি জানতে পারে।

মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতেই রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়েছেন রাজু বিস্তা। তাঁর অভিযোগ, “২০২৩ সালে তিস্তায় হওয়া বন্যাকে রাজ্য বিপর্যয় বলে ঘোষণা না করার জেরে দুর্গতরা কোনও রকম ক্ষতিপূরণ পাননি। সবটা থেকে কার্যত তাঁরা বঞ্চিত হয়েছেন।” তাঁর দাবি, অতীতের ভুক্তভোগী মানুষের স্বার্থেই তিনি এবার কেন্দ্রীয় ক্ষতিপূরণের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের কথা রয়েছে। তার ঠিক আগেই পাহাড়ের সাংসদের এই চিঠি দুর্যোগের আবহে রাজনৈতিক আবহকেও উত্তপ্ত করে তুলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *