Rajnath Singh to go to Gujarat’s Bhuj airbase and India-Pakistan border

Rajnath Singh to go to Gujarat’s Bhuj airbase and India-Pakistan border

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটিতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, আগামী শুক্রবার তিনি ২দিনের গুজরাট সফরে যাবেন। তখনই ভূজ সেনাঘাঁটিতে তাঁর যাওয়ার কথা।

ভারত-পাক সংঘাতের মাঝে রাজনাথের ভূজ যাত্রায় স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, নতুন করে কোনও প্রত্যাঘাতের ছক তৈরি করছে ভারত? তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনাবাহিনীর প্রস্তুতি এবং ভারত-পাক সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে ভূজে যাবেন রাজনাথ। কয়েকদিন আগে এই ভূজেই ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চেষ্টা ব্যর্থ করে রুখে দাঁড়িয়েছিল ভারতীয় সেনা এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’। 

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে পাঞ্জাবের আদমপুর বায়ু সেনাঘাঁটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে অভিনন্দন জানান জওয়ানদের। পালটা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন জওয়ানরাও। পরে এই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে ভাগ করে নেন মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘যাঁরা সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক তাঁদের সঙ্গে থাকতে পারাটা এক বিশেষ অভিজ্ঞতা।’

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র ভারতীয়কে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। পালটা ৭ মে ভোর-রাতে পঁচিশ মিনিটের অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একাধিক বায়ু সেনাঘাঁটি। ভেঙে পড়েছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। এখনও পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত ১০০ জনের বেশি জঙ্গি, ৩৫-৪০ পাক সেনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *