উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) অবসরের জল্পনা মাঝেমধ্যেই শোনা যায় রাজনৈতিক মহলে। যদিও এধরনের সমস্ত জল্পনা প্রথম থেকেই নাকচ করেছে বিজেপি। এদিকে, সম্প্রতিই ৭৫ বছরে পা দিয়েছেন তিনি। আর ঠিক এরপরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়ে দিলেন, আসন্ন অনেক লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য কোনও শূন্যপদ নেই। অর্থাৎ রাজনাথের মন্তব্যে এটা স্পষ্ট যে, বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকবেন মোদিই।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ ১৯৮০-এর দশকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন, জটিল বিষয়গুলি সহজীকরণ এবং সংকটের সময় সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির বিরল দক্ষতার প্রশংসাও করেছেন তিনি। রাজনাথের কথায়, ‘বিশ্বের শীর্ষ নেতারাও বিশ্বব্যাপী বিষয়ে মোদির পরামর্শ চান। আমি কখনও অন্য কোনও প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের কাছ থেকে ব্যক্তিগত পর্যায়ে এভাবে জন্মদিনে শুভেচ্ছা পেতে দেখিনি।’
এরপরই ২০১৩ সালে বিজেপির তরফে প্রথমে মোদিকে প্রচার সমন্বয়ক ও পরে সংসদীয় বোর্ডের সমর্থনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করার কথা স্মরণ করে বলেন, ‘প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির প্রতি কোনও অসম্মান ছিল না, তবে দেশ মোদির নেতৃত্বের দাবি করেছিল। আমি মোদিজিকে বলতাম যে তিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। কিন্তু তিনি তখনও এটা নিয়ে নিশ্চিত ছিলেন না।’ এরপরই মোদির অবসরের জল্পনা উড়িয়ে রাজনাথ বলেন, ‘এটা সহজ সত্য যে অদূর ভবিষ্যতেও প্রধানমন্ত্রী পদের জন্য কোনও শূন্যপদ নেই। ২০২৯, ২০৩৪ এমনকি তারপরেও অনেক বছর বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন মোদিজিই।’