Rajnath Singh | ‘চাপের মুখে অপারেশেন সিঁদুর স্থগিত হয়নি’, সংসদে ট্রাম্পের ‘মধ্যস্থতার’ দাবি খারিজ রাজনাথের

Rajnath Singh | ‘চাপের মুখে অপারেশেন সিঁদুর স্থগিত হয়নি’, সংসদে ট্রাম্পের ‘মধ্যস্থতার’ দাবি খারিজ রাজনাথের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে সংসদে শুরু হয়েছে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনা। এদিন ভাষণের শুরুতেই ভারত-পাক সংঘর্ষবিরতি (India-Pak Ceasefire) নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) মধ্যস্থতার দাবি খারিজ করে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি সাফ জানিয়ে দেন, কোনও তৃতীয় পক্ষের চাপের মুখে পড়ে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান স্থগিত করা হয়নি। বরং ভারতীয় সেনার উদ্দেশ্য সম্পন্ন হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বিরোধীদের হইহট্টগোলের মাঝেই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘কোনও চাপের মুখে পড়ে অপারেশন সিঁদুর অভিযান স্থগিত করা হয়েছে, এটা বলা বা বিশ্বাস করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল। এই সংঘাত চলাকালীন ভারতীয় সেনার নির্ধারিত সামরিক লক্ষ্যগুলি সম্পূর্ণরূপে অর্জিত হওয়ার পরই অভিযান স্থগিত করেছে ভারত।’

তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের অধীনে গত ৭ মে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়ে পুরো অভিযান মাত্র ২২ মিনিটের মধ্যে শেষ হয়েছিল। পরের দিন পাকিস্তান ড্রোন হামলা চালালেও জবাবে ভারত সে দেশের গুরুত্বপূর্ণ সামরিকঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরই পাকিস্তান পরাজয় স্বীকার করে এবং সংঘর্ষবিরতির প্রস্তাব নিয়ে আসতে বাধ্য হয়। এরপর দুই দেশের ডিজিএমও কথা বলার পর এই অভিযান কেবল স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতির শুরুর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছিলেন তিনিই দুই দেশকে সংঘর্ষবিরতির জন্য রাজি করিয়েছেন। সেই দাবি ভারত প্রথমেই খারিজ করে জানিয়েছিল, মার্কিন মধ্যস্থতায় নয়, পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি হয়েছে। কিন্তু নিজের দাবিতে অনড় থেকে ট্রাম্প বলেই যাচ্ছিলেন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে ভারত ও পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছেন তিনি। যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। কিন্তু এদিন সংসদে বিষয়টি ফের স্পষ্ট করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *