Rajnath Sing | দেশবাসীর ইচ্ছেকে মর্যাদা দিয়েই শত্রুদের জবাব দেবে ভারত, বার্তা রাজনাথের

Rajnath Sing | দেশবাসীর ইচ্ছেকে মর্যাদা দিয়েই শত্রুদের জবাব দেবে ভারত, বার্তা রাজনাথের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশবাসী যেভাবে চাইছে সেই ভাবেই শত্রুদের জবাব দেবে ভারত। ঠিক এই ভাষাতেই পহেলগাঁও সন্ত্রাসের পর ফের একবার শত্রুদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দিল্লির ভারত মণ্ডপমে ‘সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসব’-এ যোগ দিয়ে ফের পহেলগাঁও কাণ্ড নিয়ে হুঙ্কার দেন রাজনাথ। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষিত করা আমি ও আমাদের সৈনিকদের দায়িত্ব। যারা আমাদের দেশকে আক্রমণ করার স্পর্ধা দেখিয়েছে তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে।  রাজনাথ জানান, দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদির দক্ষতা, সারা জীবন ধরে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব সম্পর্কে ওয়াকিবহাল। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের ইচ্ছেকে মর্যাদা দিয়েই প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর গুলিবৃষ্টি করে জঙ্গিরা। ধর্ম পরিচয় নিশ্চিত করার পর গুলি করে খুন করা হয় ২৬ জন পর্যটককে। যার মধ্যে বেশিরভাগই হিন্দু। কাশ্মীরে ৩৭০ ধারা লোপ পাওয়ার পর এটাই ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলা। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর এ তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে। এরপরই কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অকল্পনীয় প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই দেশের তিন বাহিনীকে নিজের মতো করে প্রত্যাঘাতের রণনীতি ঠিক করার অধিকার দেওয়া হয়েছে। ফলে আদৌ ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না কি কূটনৈতিক-অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমেই পড়শি দেশকে শিক্ষা দেবে সেটাই এখন দেখার।

রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে এয়ার চিফ মার্শালের সঙ্গে বৈঠক করেন। ৯০ মিনিটের ওই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেও বিমানবাহিনী কী ভাবছে তা নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *