Rajnath Sing | ঘুম উড়বে পাকিস্তান-চিনের! ১ লক্ষ কোটির সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে মিলল অনুমোদন

Rajnath Sing | ঘুম উড়বে পাকিস্তান-চিনের! ১ লক্ষ কোটির সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে মিলল অনুমোদন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম কিনতে চলেছে ভারত! শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (Defence Acquisition Council) দেশীয় উৎস থেকে ১.০৫ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার জন্য ১০ টি প্রস্তাব অনুমোদন করেছে, যা অপারেশন সিঁদুরের পর সামরিক বাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত।  সেখানে পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও একাধিক সরঞ্জাম ব্যবহার করা হয়। নতুন যে সরঞ্জামগুলি কেনার প্রস্তাব গৃহীত হয়েছে সেগুলি বিমান প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনীর কাজকর্ম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে। এমনকি কুইক রেসপন্স সারফেস টু এয়ার মিসাইল (QRSAM) সিস্টেম পাক সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করবে।

ক্রয় পরিকল্পনার মধ্যে রয়েছে মুরড মাইন, মাইন কাউন্টারমেজার ভেসেল, সুপার র‍্যাপিড গান মাউন্ট এবং সাবমারসিবল অটোনোমাস ভেসেল। এগুলো নৌ ও বাণিজ্যিক জাহাজের সম্ভাব্য ঝুঁকি কমাতে সক্ষম হবে। সশস্ত্র বাহিনীর দ্রুত আধুনিকীকরণ এবং এই ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধিও দিকে লক্ষ্য রেখেই প্রতিরক্ষা মন্ত্রণালয় এহেন পদক্ষেপ নিয়েছে। অপারেশন সিঁদুরের সময় দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশতীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিআরডিওর তৈরি বিভিন্ন সরঞ্জাম সাফল্যের সঙ্গে ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের ব্যবহৃত চিনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ ৯ (HQ-9) ভারতের স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রগুলিকে কার্যকরভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।  এছাড়াও ভারত পাকিস্তানের গভীরে সন্ত্রাসবাদি ঘাঁটি এবং সামরিক পরিকাঠামোগুলির ক্ষতি করতে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *