উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহুতলে হোটেলে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan Fireplace) আজমিরে (Ajmer) ডিগ্গি বাজার এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা, এক নাবালক সহ ৪ জনের। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে কেউ দোতলা, কেউ তিনতলা থেকে লাফ মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। জানা গিয়েছে, এক মহিলা তাঁর সন্তানকে বাঁচাতে জানলা থেকে শিশুকে ছুড়ে মারেন।
স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে (Fireplace) অন্তত আট জন ঝলসে গিয়েছেন। তাছাড়া ঝাঁপ মারার ফলেও অনেকে আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
এদিন সকাল ৮টা নাগাদ স্থানীয়রা হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরা হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেন। এরই মধ্যে আগুন হোটেলে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় অনেককেই হোটেলের নীচে নামিয়ে আনা হয়। কিন্তু হোটেলের তিন এবং চারতলায় কয়েকজন আটকে পড়েন। প্রাণ বাঁচাতে তাঁরা ওপর থেকে লাফ দেন। এতে নীচে পড়ে আহত হন কয়েকজন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আটকে থাকা সকলকে উদ্ধার করা হয়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।