Rajasthan | সীমান্ত পেরোতেই নজরে! রাজস্থানে পাক রেঞ্জার্সের এক জওয়ানকে আটক করল বিএসএফ

Rajasthan | সীমান্ত পেরোতেই নজরে! রাজস্থানে পাক রেঞ্জার্সের এক জওয়ানকে আটক করল বিএসএফ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ভারত-পাক সীমান্ত পেরোতেই রাজস্থানে (Rajasthan) বিএসএফের (BSF) হাতে আটক এক পাকিস্তানি রেঞ্জার (Pakistani Ranger)। ঘটনাটি ঘটেছে শনিবার। এদিকে পহেলগাঁও হামলার পরই পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার পাক রেঞ্জার্সের হাতে আটক হন পশ্চিমবঙ্গের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। এখনও পর্যন্ত তাঁকে এদেশে ফেরানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতেই এবার বিএসএফের হাতে পাক রেঞ্জারের গ্রেপ্তারি ভারতকে কিছুটা সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার ওই পাক রেঞ্জারকে আটক করেছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

পহেলগাঁও হামলার পর তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। এই আবহেই গত ২৩ এপ্রিল পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে। এরপর পূর্ণমকে ছাড়াতে দুই দেশের সেনার মধ্যে একাধিকবার একাধিক ফ্ল্যাগ মিটিং হয়েছে। কিন্তু এখনও পূর্ণমকে ছাড়তে রাজি হয়নি পাকিস্তান। তাঁকে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, এই ঘটনার পরই ভারত-পাক ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বিএসএফের তরফে কর্তব্যরত অবস্থায় জওয়ানদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। টহল দেওয়ার সময় অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করা এড়াতে বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় খামারে কর্মরত কৃষকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে সীমান্তে ভুল করে ঢুকে পড়া বড় কোনও অপরাধ নয়। এমনটা মাঝেমধ্যেই হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত কমান্ডান্ট বা ডিআইজি স্তরের আলোচনায় এমন সমস্যা মিটে যায়। কদাচিৎ কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন হয়। কিন্তু পূর্ণমের ক্ষেত্রে এখনও জট কাটার লক্ষণ নেই। বিএসএফ বুঝতে পেরেছে যে, পহেলগাঁও হামলার পর ভারতের কড়া মনোভাবের জেরেই পাকিস্তান ইচ্ছাকৃতভাবে সমস্যাটি দীর্ঘায়িত করছে। তবে এবার ভারতকে সমস্যায় ফেলতে গিয়ে বিপাকে পড়ল পাকিস্তানই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *