উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিয়ের পর বউয়ের ‘শখ-আহ্লাদ’ ঠিকভাবে পূরণ করতে পারছিলেন না। আর তাই আরও বেশি টাকা কামানোর লোভে চাকরি ছেড়ে চুরি-ছিনতাই করা শুরু করেন বিবিএ (BBA) ডিগ্রিধারী এক ব্যক্তি। তবে খুব বেশিদিন চলেনি তাঁর এই কর্মকাণ্ড। বিয়ের একমাসের মাথাতেই পুলিশের হাতে ধরা পড়ে যান তরুণ পারিক (Tarun Pareek) নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশের প্রাথমিক অনুমান, বউয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে না পেরেই চুরি-ছিনতাই করা শুরু করেন তরুণ।
জানা গিয়েছে, তরুণ জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা ছিলেন। কিন্তু চুরি করতে তিনি চলে যেতেন জয়পুরের দিকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তরুণের স্ত্রী তাঁর বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখার জন্য তরুণকে চাপ দিত আরও বেশি টাকা আয় করার জন্য। আর বউয়ের এই ক্রমবর্ধমান চাপের দরুনই সে নিজের চাকরি ছেড়ে দেয় এবং বেছে নেয় এই অপরাধের পথ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় ঘটে যাওয়া একটি চেন ছিনতাইয়ের ঘটনাতেও জড়িত ছিল তরুণ। সেদিন প্রকাশ্য দিবালোকে এক বয়স্ক মহিলার গলার চেন ছিনতাই করে পালায় সে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখেই তরুণের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর এই দুষ্কর্মের কথা তাঁর স্ত্রী জানতেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।